আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

Looks like you've blocked notifications!
আশুলিয়া থানা। ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মোনায়েম নামের শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসিআই) নিহত হয়েছেন। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক থেকে আজ রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের সামনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা করছি, আজ ভোরে সম্ভবত নামাজ শেষে ক্যাম্পে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।’

এসআই ফরিদুল জানান, সড়কের আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। কী ধরনের পরিবহণের আঘাতে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মোনায়েমের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।