আশুলিয়ায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ১

Looks like you've blocked notifications!

ঢাকার আশুলিয়ার গাজিরচটে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে জেলা চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।

গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসাদুল শেখকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আসাদুলের বাড়ি নাটোর জেলার তেবাড়িয়ায়। তিনি আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণী গত রোববার বিকেলে তার পাওনা টাকা আদায়ের জন্য বাইপাইল এলাকার বসুন্ধরাটেকের বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দীনের বাসায় যান। এ সময় অভিযুক্ত আসাদুল শেখ পাঁচজন সঙ্গীসহ ভুক্তভোগীকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে রাত পর্যন্ত আটকে রেখে গণধর্ষণ করেন।

একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা দামের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পাঁচজন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসাদুল শেখকে আটক করা হয়েছে। তাকে রিমান্ড নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।