আশুলিয়ায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শনিবার সকালে কাঠগড়া, পালোয়ান পাড়া ও মোল্লা পাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে। এসময় জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।

সাভার তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় প্রায় দুই কিলোমিটার এলাকাব্যাপী অভিযানে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।