আশুলিয়ায় সাংবাদিককে হুমকির পর ককটেল বিস্ফোরণ

Looks like you've blocked notifications!
আশুলিয়া প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণের পর আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি : এনটিভি

মেরে ফেলার হুমকি দেওয়ার পর সাংবাদিকের গাড়ির নিচে বোমা পেতে রাখে দুর্বৃত্তরা। এমনকি আশুলিয়া প্রেসক্লাবে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

গতকাল রোববার রাতে আশুলিয়া থানার অদূরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পাশে আশুলিয়া প্রেসক্লাবে পরপর দুটি ককটেলের বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিকরা।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয় জানান, মাদকের বিরুদ্ধে রিপোর্ট করায় তাঁকে লক্ষ্য করেই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অল্পের জন্য তিনিসহ অন্য সাংবাদিকরা রক্ষা পেয়েছেন। এ ছাড়া হত্যার জন্য তাঁর ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পেতে রাখে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮টার দিকে সেটিও  বিস্ফোরিত হয়। খবর পেয়ে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদকের বিরুদ্ধে রিপোর্ট করায় গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেসক্লাবে সময় টিভির ঢাকা জেলা ব্যুরো প্রতিনিধি মোজাফফর হোসেন জয়কে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে যান চিহ্নিত এক মাদক ব্যবসায়ী।

ওই ঘটনার পর মোজাফফর হোসেন জয় আশুলিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন। পরে দুর্বৃত্তদের হুমকির ধারাবাহিকতায় এবার খোদ প্রেসক্লাবেই সরাসরি ককটেলের বিস্ফোরণ ঘটাল দুর্বৃত্তরা।