আয় রোজগারহীন চার সদস্যের পরিবারকে বাঁচাতে এগিয়ে আসুন
দীর্ঘদিন ধরে লিভার, জন্ডিস, রক্তশূন্যতা ও কিডনিতে পাথরের মতো জটিল রোগ বাসা বেঁধেছিল মাগুরার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক আকিদুল মোল্লার শরীরে। সহায়-সম্বল বিক্রি করে টুকটাক চিকিৎসা করালেও উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়ে ওঠেনি।
একদিকে রোগের যন্ত্রণা অন্যদিকে পরিবারের ভরণ পোষণ- এই দ্বিপক্ষীয় চাপে অসহায় হয়ে গত ২ এপ্রিল আত্মহত্যার প্রচেষ্টা চালান। পরিবারের প্রচেষ্টায় আত্মহত্যা থেকে বেঁচে গেলেও রোগের হাত থেকে তিনি রেহাই পাননি। গত ১০ এপ্রিল তিনি মারা যান।
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে স্ত্রী-তিন সন্তানসহ চার সদস্যের পরিবারটি অসহায়। তা ছাড়া দীর্ঘদিন রোগে ভোগার কারণে সবকিছু বিক্রি করে চিকিৎসা করানোর ফলে পরিবারটি এখন অসহায় হয়ে পড়ছে।
দুমুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা পরিবারটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ায় তাহলে তাদের অসহায়ত্ব কিছুটা হলেও লাঘব হবে।
নগদ ও বিকাশ নম্বর : 01946109085, রকেট নাম্বার : 019461090858
ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : 163101149331