আ. লীগনেতারা কে কোথায় করবেন ঈদ
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সব চেয়ে বড় উৎসবের ঈদুল ফিতর। ঈদের ছোঁয়া লেগেছে রাজনৈতিক অঙ্গনেও। ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই এবার নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। আবার ঢাকায়ও রয়েছেন অনেকে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় সরকারি বাসভবন গণভবনে। নাগরিক সমাজের সঙ্গে করবেন ঈদের শুভেচ্ছা বিনিময়, যা করোনার জন্য গত কয়েক বছর বন্ধ ছিল।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও চানান, এবার ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশিরভাগ সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশি রাজনৈতিক নেতারা ঈদ করবেন নিজের নির্বাচনী এলাকায়। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা এলাকামুখী। দু-একজন ঢাকায় থাকলেও ঈদের আগে পরে গ্রামে গিয়ে কুশলাদি বিনিময় করেন। ঈদের আগেই উপহার ও ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জনগণের কাছাকাছি যেতে শুরু করেছেন অনেকেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তার মতো ঢাকাতে আরও ঈদ করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীও ঈদ করবেন ঢাকায়। এই তালিকায় রয়েছেন উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ। আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ ইতোমধ্যে নিজ এলাকার নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।
এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে, ঈদের আগে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরও যাবেন।
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও ঢাকাতেই ঈদ করবেন।
জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম সিটি নির্বাচনের জন্য বর্তমানে বরিশালে অবস্থান করলেও নানক তার নির্বচিত এলাকা মোহাম্মদপুর আর নাছিম গ্রামের বাড়ি মাদারীপুরে ঈদ করবেন।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।
যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ঈদ করবেন দেশের বাইরে। তবে, ঈদের আগেই তিনি নিজ এলাকা কুষ্টিয়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ঢাকায় ঈদের নামাজ পরেই নিজ এলাকায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন। উপ-দফতর সম্পাদক সায়েম খান ঈদে ঢাকায় থাকছেন।
এরইমধ্যে দলের সভাপতি শেখ হাসিনা নেতাদের দিয়েছেন কড়া বার্তা। বলেছেন, ‘এলাকায় গিয়ে সবাই মিলেমিশে ঈদ করো, মানুষের খোঁজখবর নাও। আমরা যাদের ঘর দিয়েছি তারা কেমন আছে জিজ্ঞেস করো। সবার বাড়ির আঙ্গিনায় যেটুকু খালি জায়গা আছে গাছপালা, শাক-সবজি লাগাতে বলো। একই সঙ্গে বিএনপির অপপ্রচার, বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে বলো।’
দলীয় প্রধানের এমন বার্তার পর গণসংযোগ যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।