ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় তনু দেবনাথ নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তনু দেবনাথ বীরগঞ্জের বৈরবাড়ী তাঁতিপাড়ার চন্দন দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানায়, বীরগঞ্জের গড়েয়া বাজারের কাছে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় শিশু তনু দেবনাথকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ধাক্কা দেয়। এরপর তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
এ বিষয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটানো ইজিবাইকটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।