ইতিহাসের আরেকটি পাতা ঝরে পড়ল : জাফরুল্লাহ
স্বাধীনতার ইশতেহার পাঠকারী, বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ বুধবার এশার নামাজের পর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে শাহজাহান সিরাজের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে গণমাধ্যমকে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শাহজাহান সিরাজের মৃত্যুতে ইতিহাসের আরেকটি পাতা ঝড়ে পড়ল। জাতির দুর্ভাগ্য নতুন প্রজন্মকে এ ইতিহাস জানানো হয়নি। আমি এ জন্যেই তাঁকে সালাম জানাতে এসেছি। ওই সময় দুজন তরুণ একজন আ স ম আবদুর রব আরেকজন শাহজাহান সিরাজ। এরাই তখন দেশের স্বাধীনতার ঝাণ্ডা তুলে ধরেছেন।’
শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান সিরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।