ইবিতে ছাত্রী নির্যাতন : অভিযুক্তদের সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নবীন ছাত্রীকে নির্যাতনের অভিযোগের পক্ষে-বিপক্ষে সাক্ষাৎকার নিয়েছেন তদন্ত কমিটি। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগী ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্রী তাবাচ্ছুম ইসলামকে নিয়ে আসা হয় আইন বিভাগে। সেখানে প্রথমে সানজিদা ও পরে তাবাচ্ছুমকে জিজ্ঞাসাবাদ করেন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি জানায়, অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীর সঙ্গে কথা হয়েছে। তদন্তের স্বার্থে এদের বিশ্ববিদ্যালয়ে ডেকে আনা হয়। তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে তা বলা যাবে না।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘তদন্তের পরেই সবকিছু বলা যাবে। অভিযুক্তদের নিয়ে ওই হল পরিদর্শন করা হয়েছে।’
অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিরও আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সাক্ষাতের কথা রয়েছে অভিযোগকারী ছাত্রীদের সঙ্গে।
এর আগে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই নির্যাতিতা শিক্ষার্থীর জবানবন্দি নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত দেশরত্ন শেখ হাসিনা হলের তদন্ত কমিটি। এদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে তদন্ত দল নির্যাতিতা ছাত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে ছাত্রলীগ নেত্রীরা নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলেন প্রথম বর্ষের ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’