ইভটিজিংয়ের ঘটনায় সংঘর্ষে পুলিশসহ আহত ১০
কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে যান সহকারী পুলিশ সুপার দেলুয়ার হোসেন খাঁনসহ (ভৈরব সার্কেল) থানার একদল পুলিশ। তখন পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া, উপপরিদর্শক আশরাফুলসহ ১০ জন আহত হন।
জানা যায়, আজ বিকেলে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এক স্কুলছাত্রীর ব্যাগ টেনে ধরেন রোজেন নামে এক যুবক। পরে ছাত্রীর অভিভাবকরা ঘটনা জেনে যুবকের উপর আক্রমণ করেন। এতে এলাকার দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় একে অন্যের উপর আক্রমণ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশসহ ১০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট-টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ আহত হন।