ইভিএমে কারচুপির সুযোগ নেই : সিইসি

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা। ছবি : এনটিভি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট কারচুপির কোন সুযোগ নেই। নতুন প্রযুক্তি বলেই একটু বিতর্ক হচ্ছে।’

আজ মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালীর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি।

ইভিএম নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে সিইসি বলেন, ‘উনারা ভালো ভাবে দেখুক। দেখলে ভুলটা বোধহয় কেটে যাবে। এখানে যারা প্রশিক্ষণ নিলেন, তাদের সাথে কথা বললাম। তাঁরা বললেন এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই যে এতে কোনো অসুবিধা আছে।’

এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান,যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাছানুজ্জামান এবং  উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন উপস্থিত ছিলেন।