ইভিএমে নয়, বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব: ইসি রফিকুল

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। পুরোনো ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রোগামিং দিয়ে কাউকে হেল্প (সাহায্য) করা সম্ভব না। তবে বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব।’

আজ শুক্রবার রাজধানীর আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজে দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার ,সহকারী প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, ‘ভোটার এসে আঙ্গুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল। আরেকজন দৌড় দিয়ে গোপন কক্ষে ঢুকে তার ভোটটা দিয়ে দিল। এরকম যদি হয় তাহলে কিন্তু জাল ভোট দেওয়া সম্ভব।’

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্য করে রফিকুল ইসলাম বলেন, ‘একদিনের জন্য আপনি হচ্ছেন কেন্দ্রের রাজা। আপনি যখন রাজা হয়েছেন তখন আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে আপনার রাজত্বটাকে চিহ্নিত করা। যেসব স্কুলে সীমানা প্রাচীর নেই সেখানে অন্তত একটা বাশ দিয়ে হলেও সীমানা প্রাচীর নির্ধারণ করা।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘ভোট কেন্দ্রে আপানার সাথেও কিছু লোক থাকবে যারা হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) দায়িত্ব দেওয়া যাতে করে কোন অবস্থাতাতেই অনুমতিবিহীন কেউ আপনার সীমানায় রাজত্বে ঢুকতে না পারেন।’

ভোটগ্রহণ কর্মকর্তাদের রফিকুল ইসলাম হুশিঁয়ারি দিয়ে বলেন, ‘প্রটেক্ট করতে যদি ব্যর্থ হন তাহলে আপানাকে আমি দায়ী করব। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার রাজত্বটাকে রক্ষা করা। ঠিক একইভাবে রুমটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের তালুক কেন্দ্র। এই তালুকটাকে রক্ষা করা।’