ইভ্যালির ব্যবস্থাপক রাসেলের বিরুদ্ধে নাটোরে মামলা

Looks like you've blocked notifications!
জেলা ও দায়রা জজ আদালত, নাটোর। ছবি : এনটিভি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে নাটোরে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সিংড়া উপজেলার ব্যবসায়ী রতন কুমার চৌধুরী বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদের আদালতে মামলাটি করেন।

১৭ লাখ ৩৮ হাজার টাকার চেক জালিয়াতির ওই মামলার শুনানি শেষে বিচারক আগামী ১৪ মার্চ অভিযুক্ত রাসেলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ব্যবসায়ী রতন চৌধুরী জানান, ইভ্যালিতে তিনি তাঁর প্রতিষ্ঠানের জন্য ১০টি মোটরসাইকেল অর্ডার দেন। এ জন্য ১৭ লাখ ৩৮ হাজার টাকা দেন। পরে মোটরসাইকেল সরবরাহে ব্যর্থ হয় ইভ্যালি। রতনের চাপে ইভ্যালির এমডি রাসেল একটি চেক দেন। কিন্তু সেই চেকটি ডিজঅনার হয়। এরপর রাসেলের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি।