ইমামের বেতনের টাকা তোলা নিয়ে তর্ক, মসজিদের বাইরে হামলায় মৃত্যু

Looks like you've blocked notifications!
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে খোরশেদ আলমের মৃত্যু হয়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ইমামের বেতনের টাকা তোলাকে কেন্দ্র করে হামলায় খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় ইউসুফ আলী (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত খোরশেদ আলম সলঙ্গা থানাধীন চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। আটক ইউসুফও একই গ্রামের বাসিন্দা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই ওয়াজেদ আলী সরকারের সঙ্গে স্থানীয় খোরশেদ আলমের বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে মসজিদের বাইরে ইউসুফ আলী ও তাঁর লোকজন খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন খোরশেদ। খবর পেয়ে পরিবারের সদস্যেরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।