ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা
একুশে পদক পাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হযরত আলী, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল, সাবেক প্রধান শিক্ষক মদনগোপাল সাহা, সুকুমার চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য দেন কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্যা। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ অরুণ কুমার সাহা। অনুষ্ঠানে ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সম্মাননা পদক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্র ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে একুশে পদক প্রদান করা হয়। এই বিদ্যালয়ের সাবেক ছাত্র তিনি। তিনি একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে তিনি কৃষিবিদ্যালয়ে অধ্যাপনা এবং পরে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি কৃষিযান্ত্রিকীকরণ নীতি ২০২০ প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
এ ছাড়া ড. মো. আবদুস সাত্তার মণ্ডল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে কৃষ্ণাডাঙ্গীতে একটি কলেজ স্থাপনে ভূমিকা রাখার জন্য ড. মো. আবদুস সাত্তার মণ্ডলের কাছে দাবি জানানো হয়।