ইরাকে ক্রেন ভেঙে বাংলাদেশি নিহত, আহাজারি থামছে না আশুগঞ্জে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক যুবক ইরাকে কর্মরত অবস্থায় ক্রেন ভেঙে পড়ে নিহত হয়েছেন। ওই যুবকের নাম মোহাম্মদ ইয়াহিয়া। তাঁর গ্রামের বাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে।
মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ইয়াহিয়ার পরিবারের আহাজারি থামছে না। বিশেষ করে তাঁর মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না।
নিহত ইয়াহিয়ার বড় ভাই মো. সারোয়ার জানান, সংসারের হাল ধরতে ইয়াহিয়া দেড় বছর আগে ইরাকে পাড়ি জমায়। ইরাকে কোরিয়ান হুন্দাই কোম্পানিতে ভালো বেতনে চাকরি করত। গত ২০ এপ্রিল ইরাকের সময় সকাল সাড়ে ৯টার দিকে কাজ করতে গিয়ে কোম্পানির ক্রেন ভেঙে পড়ে ঘটনাস্থলেই ইয়াহিয়া নিহত হয়।
পরিবারের সদস্যদের দাবি, হুন্দাই কোম্পানি দুর্বল ক্রেন দিয়ে কাজ করার কারণে ক্রেন ভেঙে পড়ে ইয়াহিয়া মারা যায়।
সারোয়ার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাইয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
ইয়াহিয়ার বাবা আবুল কালাম বলেন, ‘আমার একমাত্র ভরসা ছিল ইয়াহিয়া। আমি আমার ছেলেকে তো আর ফিরে পাব না। তার লাশটা যেন দ্রুত আনার ব্যবস্থা করে দেয় সরকার।’