ইসলামী আন্দোলনের বিক্ষোভ, ফরাসি দূতাবাস ঘেরাওয়ে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। ছবি : ফোকাস বাংলা

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। শান্তিনগর মোড়ে দূতাবাসমুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ। সরকারকে ফ্রান্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

মহানবীর অবমাননার প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে দূতাবাস অভিমুখে রওনা দেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। কর্মসূচিতে অংশ নেয় দলের হাজারো নেতাকর্মী। ফ্রান্সবিরোধী স্লোগানের পাশাপাশি সরকারকে ফ্রান্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানানোর দাবি জানান বিক্ষোভকারীরা।

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। ছবি : ফোকাস বাংলা

মিছিলটি পল্টন বিজয়নগর ও কাকরাইল হয়ে এগুতে থাকলে শান্তিনগর মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে।

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। ছবি : ফোকাস বাংলা

মিছিলপূর্ব সমাবেশে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে। ইসলাম অবমাননার অভিযোগে ফরাসি প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফরাসি পণ্য বয়কটের ডাকও দেন তাঁরা।

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। ছবি : ফোকাস বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আজকের মুসলমানদের নবীর ওপর তোমরা আঘাত হেনেছ। আর মুসলমান বসে থাকবে, এটা হতে দেবে না। তামাম দুনিয়ার মুসলমানরা রাস্তায় নেমে এসেছে। আজকে ফ্রান্সের পণ্য বর্জন করছে। আজকে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, হে তামাম দুনিয়ার মুসলমান, পণ্য বর্জনের মাধ্যমে ওদের উচিত শিক্ষা দিতে হবে।’

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি দলটি। ছবি : ফোকাস বাংলা

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।