ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত চলছে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নিপীড়নের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি সদস্যরা তদন্ত করছেন। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালেও দুই তদন্ত কমিটির সদস্যরা এই হলে প্রবেশ করেছেন। হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বেলা ১১টা ৫মিনিটে এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুর রাজ্জাক জানান, বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সকাল ১০টা দশ মিনিটে হলে প্রবেশ করে কার্যালয়ে আসেন। তারা হল প্রভোস্টের কক্ষে বসে হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।
সরেজমিন দেখা গেছে, বেলা ১১টায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যরা দেশরত্ন শেখ হাসিনা হলে প্রবেশ করেন। তারাও প্রভোস্টের কার্যালয়ের দিকে যান।
একটি সূত্র বলছে, আজকেও এই কমিটির সদস্যরা হলের আবাসিক একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেত্রী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা ও তাবাসসুম ইসলামের সঙ্গেও কথা বলবেন। আজ সরকারি ছুটির দিন হলেও এই দুই তদন্ত কমিটির সদস্যরা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে ছাত্রলীগ নেত্রীরা নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলেন প্রথম বর্ষের ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’