ইসলামী ব্যাংকের টাকাসহ ৮ ছিনতাইকার‍ী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে গ্রেপ্তার ৮ ছিনতাইকারীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : এনটিভি

দিনাজপুরে ইসলামী ব্যাংকের বিরল এজেন্ট শাখার নয় লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাত লাখ দুই হাজার টাকাসহ আট ছিনতাইকার‍ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

গ্রেপ্তার ছিনতাইকার‍ীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে মামলা করা হয়েছে। আসামিরা হলে, দাবাতুল ইসলাম উজ্জ্বল (৩৭) ও মাইদুল ইসলাম মিঠুন (৩০) নেতৃত্বে এজেন্ট শাখার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এরা ১০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী দলের অন্য সদস্যরা হলেন সজীব আলী বাবু (২৭), সাখাওয়াত সরকার অর্ণব (৩০), নাদিম মাহমুদ রাজ (২৪), ফজলে রাব্বি (২৫),  রবিউল ইসলাম সুমন (৩২) ও তরিকুল ইসলাম কনক (৩০)। অন্য দুজন পলাতক  রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

ছিনতাইকারী দলের নেতা মিঠুনের বিরুদ্ধে ছিনতাই, মাদক, মারামরিসহ ১১টি মামলা রয়েছে। দাবাতুল ইমলাম উজ্জ্বলের বিরুদ্ধে মাদক, ছিনতাই মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে।

উল্লেখ্য,  বিরল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মো. সাইদুর রহমান দিনাজপুর ইসলামী ব্যাংকে নয় লাখ ৯০ হাজার টাকা জমা দেওয়ার জন্য গত ২৪ নভেম্বর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের বালুয়াডাঙ্গা এলাকার অন্ধ হাফেজ মোড়ে পৌঁছালে এই দলটি সেই টাকা ছিনতাই করে। পরবর্তী সময়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তিন দিনের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত চাপাতি, স্কুল ব্যাগ, ছিনতাই করা সাত লাখ দুই হাজার টাকা, ছিনতাই করা টাকায় কেনা মোবাইল ফোনসেট, জুতা ও জামাকাপড় জব্দ করে।