ঈদের ছুটিতে চাকরিজীবীদের থাকতে হবে কর্মস্থলে

Looks like you've blocked notifications!

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বস্তরের চাকরিজীবীদের আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিজ নিজ কর্মস্থলে  হাজির থাকার নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার রাতে এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায়, আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়ে এ সংক্রমণের বিস্তার রোধে সরকারি ও ঐচ্ছিক ছুটিতে সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিজনিজ কর্মস্থলে আবশ্যিকভাবে অবস্থান করার নির্দেশ দেওয়া হলো।’

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।