ঈদের দিনে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৬
গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন দুলাল বেপারী (৩৫), মনিরুজ্জামান (২২), নাসির বেপারী (৩০), জাহাঙ্গীর খান (৫৩), সেলিম কাজী (৫১), জাহাঙ্গীর বেপারী (৪৯), জলিল উদ্দিন (৫৫), আলতাফ আকন (৬৫), শাহজাহান আকন (৬০), ইলিয়াস আকন (৬২), খলিল আকন (৩৫), লাক্কু আকন (৩০), জয়নাল সরদার (৪৫), রাজিব আকন (২৪), লাক্কু মিয়াসহ (৩৫) উভয়পক্ষের অন্তত ১৬ জন।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শুধাংশু রবি জানান, উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সবদের আকনকান্দি গ্রামের শিকদার বংশ ও আকন বংশের লোকজনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দ্বন্দ ছিল। এর মধ্যে মতি হাওলাদার নামের একজন আকন বংশের সমর্থন ছেড়ে শিকদার বংশে যোগ দেয়। আজ সকালে মতি হাওলাদার আকনদের এলাকা দিয়ে শিকদারদের মসজিদে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় সেলিম আকনের নেতৃত্বে মতি হাওলাদারকে শিকদারদের মসজিদে যেতে বাধা দেয় ও মারধর করে। এ খবর শিকদার বংশের লোকজনের কাছে পৌঁছালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এসআই শুধাংশু রবি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।’