ঈদের দিন ডেঙ্গুতে আক্রান্ত কমেছে

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে হাসপাতালে। ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজন আক্রান্ত হয়েছে। তবে ঢাকার বাইরে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৭ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ২৮৭ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের বাড়ি ঢাকায়। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৫ জন ও ঢাকার বাইরে চারজন। এ বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।