ঈদ করতে ঘরে ফেরা হলো না সান্ত্বনার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা। ছবি : সংগৃহীত

নিজ জেলা গাইবান্ধায় ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করার কথা ছিল সান্ত্বনার। স্বামী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু, সড়কেই নিভে গেল তাঁর প্রাণ। কোলে থাকা শিশুকন্যাটিও কাতরাচ্ছে হাসপাতালের বেডে। স্বামীর অবস্থাও আশঙ্কাজনক।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্ত্বনা এবং তাঁর কোলে থাকা শিশুকন্যা মাকসুদা খাতুনকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সান্ত্বনার স্বামী আব্দুল মাজেদ।

পাঁচলিয়ায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হন সান্ত্বনা। আহত হন মাজেদ এবং তাঁর মেয়ে মাকসুদা।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘটনাস্থলেই সান্ত্বনা নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’