উখিয়ায় অপহৃত সিপিপির স্বেচ্ছাসেবক উদ্ধার

Looks like you've blocked notifications!

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক হোসাইনকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

ক্যাম্পের ভেতরে একটি পাহাড়ি এলাকা থেকে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে উদ্ধার করা হয়। কক্সবাজার এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

হেমায়েতুল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প অফিসে কর্মরত সিপিপিকর্মী হোসাইনকে একদল রোহিঙ্গা অপহরণ করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে গতকাল রাতেই ক্যাম্পের ভেতরে একটি পাহাড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করে এপিবিএনের ফোর্স। তবে এ সময় পালিয়ে যায় অপহরণকারীরা।