উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, হেড মাঝিসহ আহত ২

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উখিয়া থানা। ছবি : বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। পৃথক গোলাগুলিতে এক রোহিঙ্গা নারী নিহত এবং ক্যাম্পের এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়া বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি-ব্লকে একদল দুর্বৃত্ত গুলি ছোড়ে। এতে ওই ব্লকের বাসিন্দা নজুমুদ্দীনের স্ত্রী নুর কায়েস গুলিবিদ্ধ হন। তাঁকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আরাফাত হোসেন নামে অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। 

অন্য ঘটনায় উখিয়া ১২ নম্বর ক্যাম্পের এইচ-৪ ব্লকে দুর্বৃত্তের গুলিতে ওই ক্যাম্পের হেড মাঝি আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সাত থেকে আটজন মুখোশধারী সন্ত্রাসী ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই ক্যাম্পের হেড মাঝি আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। তাঁকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। 

পুলিশ জানায়, ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এপিবিএন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।