উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
উখিয়া কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মুহাম্মদ ওবায়দুল্লাহ জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ওই ক্যাম্পের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে যায়। এ ছাড়া এনজিও পরিচালিত বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ রোববার অগ্নিকাণ্ডের বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
মুহাম্মদ ওবায়দুল্লাহ আরো জানান, অগ্নিকাণ্ডের পরই উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ওবায়দুল্লাহ জানান, রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের চার শতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে যায়। এক সপ্তাহের মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল।