উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে স্বেচ্ছাসেবক নিহত

Looks like you've blocked notifications!
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। এনটিভির ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় আট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক আব্দুর রশিদ নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮ ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে এপিবিএন পুলিশ গতকাল মঙ্গলবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আবুল হাশেম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।