উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা আটক

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক কারবারি মাহাত আমিন। ছবি : এনটিভি

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। আজ শনিবার ভোরের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক মাদক কারবারির নাম মাহাত আমিন (১৮)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর সি-১৫ ব্লকের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয় লাখ ইয়াবা জব্দ করা হয়।

এদিকে আটক মাহাত আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা

যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই স্থান দিয়ে বিভিন্ন চোরাচালান মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছেন। ওই পাচারকারী চক্রে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত রয়েছে আছে বলে তিনি স্বীকার করেছেন।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।