উজবেকিস্তানে নতুন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম
উজবেকিস্তানে বাংলাদেশের পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।
জাহাঙ্গীর আলম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (লিগ্যাল অ্যাফেয়ার্স) হিসেবে কর্মরত আছেন। তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন। তিনি প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের এ কর্মকর্তা।