উদ্ধারকাজে তুরস্কে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ১২ সদস্য

Looks like you've blocked notifications!

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল প্রস্তুত করা হয়েছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উদ্ধারকারী দলের তালিকায় যারা আছেন। তারা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দীনমণি শর্মা, উপপরিচালক ফয়সালুর রহমান, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন, লিডার মো. আবুল কালাম আজাদ, ফায়ার ফাইটার মহাদেব সাহা, ফায়ার ফাইটার আসিফ খান, ফায়ার ফাইটার মো. ঝুমান রাজন, ফায়ার ফাইটার রোকনুজ্জামান, ফায়ার ফাইটার কাব্য কুমার, ফায়ার ফাইটার মো. সুজন আলী।