উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি-পাথর্শী এলাকায় শুক্রবার বিকেলে রাস্তা কাম বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল প্রমুখ। পরে নদী ভাঙন কবলিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।