উপনির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনও সেখানে উপস্থিত ছিলেন।
ওই আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি করোনাভাইরাস মোকাবিলায় বেশ কিছু পরামর্শ এবং করণীয় তুলে ধরেন। বিশেষ করে যাঁরা বিদেশ থেকে দেশে আসছেন, তাঁদের সবার স্বার্থে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার তাগিদ দেন। সেইসঙ্গে সবাইকে করোনা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হওয়ার জন্য ওই আসন থেকে পদত্যাগ করায় এই উপনির্বাচন হচ্ছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম রবি, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ও পিডিপির আবদুর রহিম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এখানে ভোটকেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি। এই আসনের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২২ মার্চ পর্যন্ত ছয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২৩ মার্চ পর্যন্ত তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।