এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আজ বুধবার দুপুরে এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আকবর এনটিভি অনলাইনকে বলেন, কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে প্রায় দুই সপ্তাহ আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির হয়েছিলেন এইচ টি ইমাম। সেখানে তিনি  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে এইচ টি ইমামের শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানান ব্যক্তিগত সহকারী।

সাবেক আমলা এইচ টি ইমাম ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দফায় তিনি প্রশাসনিক উপদেষ্টা ছিলেন। পরে ২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।