এই শুভ ক্ষণে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন : এনটিভির চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী

গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে তরুণপ্রাণ প্রতিষ্ঠানটি।

১৯ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।

আজ ৩ জুলাই, রোববার এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে সম্মানিত দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।

পাশাপাশি তিনি এই দীর্ঘ চলায় সহযোগিতা অব্যাহত রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিল্পী-কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানান। শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন তিনি।

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আজ আপনাদের-আমাদের সবার প্রিয় চ্যানেল এনটিভির জন্মদিন। আজ ১৯ বছর পার করে আপনাদের এ প্রিয় চ্যানেল ২০ বছরে পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সমাজের বিভিন্ন পেশাজীবীর নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলাকুশলী এবং শিল্পী-সাহিত্যিক সকলকে; বিশেষ করে বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁরা এ চলার পথে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, ভুল ধরে দিয়েছেন, আপনাদের এ সহযোগিতা আমাদের কোনও দিন ভোলার নয়।’

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আপনাদের এ প্রিয় চ্যানেল ২০ বছর যাত্রার পথে, আমাদের সাথে বহু লোক বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের থেকে হারিয়েছি। বিশেষ করে মহামারির সময়। বিশেষ করে মোস্তফা কামাল সৈয়দ, আব্দুস শহীদসহ আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আমরা হারিয়েছি। আমরা তাঁদের স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের জান্নাত নসিব করুন।’

সবার সহযোগিতার কথা উল্লেখ করে এনটিভির চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন আমাদের এনটিভি টিম, নিউজ টিম, প্রোগ্রাম টিম এবং বিভিন্ন কলাকুশলী, আমাদের অনলাইন; সবাই আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে সহযোগিতা করেন, পরামর্শ দেন, সেগুলো মাথায় রেখে আপনাদের জন্য অনুষ্ঠান, নিউজ, অনলাইনের নিউজ তৈরি করে থাকেন। আপনারা জেনে খুশি হবেন মহামারির সময়েও জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এই কর্মীরা, আপনাদের এই যোদ্ধারা কাজ করেছেন আপনাদের জন্য। সবার আগে সব নিউজ সুন্দরভাবে আপনাদের মাঝে যেন উপস্থাপন করতে পারে, সে জন্য নিউজ বিভাগ কাজ করেছে, অনুষ্ঠান বিভাগও; কীভাবে আপনারা একটা পরিবার নিয়ে সুন্দর অনুষ্ঠান ঘরে বসে টেলিভিশনে দেখতে পারেন সে জন্য ব্যবস্থা করেছেন। আমাদের অনলাইন বিভিন্ন সময়ে চিন্তা করেছে, যখন আপনারা সময় পাবেন যেন আপনাদের প্রিয় চ্যানেল অনুষ্ঠানগুলো, খবরগুলো আবারও দেখতে পারেন বা কোনও কাজের ফাঁকে যদি মিস করে থাকেন আপনারা যেন অনলাইনের মাধ্যমে সেটা দেখতে পারেন, সে জন্য ব্যবস্থা করেছে।’

বিভিন্ন প্রোগ্রামের কথা উল্লেখ করে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন আপনাদের এই চ্যানেল দীর্ঘ চলার পথে বিভিন্ন প্রোগ্রাম করেছে। বিশেষ করে আমরা যদি দু-একটির কথা উল্লেখ করি, আপনাদের সবকিছুই মনে আছে; আপনাদের সহযোগিতার কারণেই সফল হয়েছে এই অনুষ্ঠান। বিশেষ করে আপনারা জানেন ক্লোজআপ ওয়ান বাংলাদেশ, যে অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিরা দেশ-বিদেশে যেখানেই আছে সবার প্রিয় হয়েছে। আমাদের পিএইচপি কুরআনের আলো, আপনারা জানেন আমাদের হাফেজদের একটি প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে যাঁরা আমাদের এখানে দীর্ঘদিন ধরে চলে আসছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, তাঁরা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছেন। সারা বিশ্বে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা আপনাদের গর্ব, আমাদের গর্ব। আপনারা জানেন যখন শিল্পী সংকট হয়েছিল, চলচ্চিত্র শিল্পী, তখনও এফডিসিকে সাথে নিয়ে এনটিভি শিল্পী সংগ্রহে কাজ করেছে। এখন অনেক চ্যানেল হয়েছে, আমাদের কর্মী সংকট থাকে, সেদিকে লক্ষ রেখেও আমরা উপস্থাপক, উপস্থাপিকা তৈরি করেছি, ট্রেনিং করেছি। এ ছাড়া বাচ্চাদের জন্য টিফিনের ফাঁকে, মার্কস অলরাউন্ডার অনুষ্ঠান করেছি। আপনাদের আনন্দ দেওয়ার জন্য হা-শো অনুষ্ঠান করেছি। রান্নার অনুষ্ঠান করেছি। আমাদের সবাই যেন সুন্দর রান্নার অনুষ্ঠান, আপনারা জানেন রান্না একটি শিল্প, এটাকে ভালোমতো বুঝতে পারে, ভালো শিক্ষা নিতে পারে, সেজন্য সুপার শেফ আমরা করেছি। এ ছাড়া অনেক অনুষ্ঠান আমরা আপনাদের সাথে নিয়ে করেছি। সবকিছুই সফল হয়েছে আপনাদের সহযোগিতা, পরামর্শের কারণে। ভবিষ্যতেও আমাদের সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। আপনারা টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় চ্যানেলে সেগুলো দেখতে পারবেন।’

চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেশের সকল দুর্যোগে আপনাদের সাথে নিয়ে পাশে থাকার চেষ্টা করেছে। আইলাতে বা শীতে যখন শীতবস্ত্রের প্রয়োজন হয়েছে তখন এবং যখনই যেখানে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস—সব জায়গায় এনটিভি আপনাদের সাথে ছিল। আজকেও দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে, আপনারা দেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা আশা করব, দেশবাসী সবাই সরকারের সাথে তাল মিলিয়ে, আমরা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। এই দুর্যোগে আমাদের একজন ভাইবোনও যেন কষ্ট না পায়, না খেয়ে না থাকে, কোনও অসুবিধায় না পড়ে। আমাদের সবারই উচিত এ কাজে অগ্রণী ভূমিকা পালন করার। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, সকল দুর্যোগেই ইনশা আল্লাহ বাংলাদেশের জনগণ উতরাতে পারবে। আমরা আপনাদের কাছে আবারও আবেদন করব আপনারা যেভাবে অতীতে আমাদের পরামর্শ দিয়েছেন... আপনারা জানেন আমরাই একমাত্র চ্যানেল যারা দর্শকদের বিভিন্ন গল্প নিয়ে দর্শকদের গল্প নামে নাটক করেছি। তাই আমরা মনে করি আপনারা যদি আমাদের সাহায্য-সহযোগিতা করেন, পরামর্শ দেন; কী ধরনের নিউজ, প্রোগ্রাম, টক শো দেখতে চান আমাদের নিউজের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে; আমাদের এনটিভির কর্মকর্তারা, কর্মচারীরা আপনাদের জন্য সেভাবে প্রস্তুত করবে।’

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের একঝাঁক কর্মী আছে; শুরু থেকে তাঁরা কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের সাথে কিছু নতুন মানুষও জয়েন করেছেন, কিন্তু বেশির ভাগই শুরু থেকে; ২০০৩ সালের ৩ জুলাই থেকে শুরু হয়ে আজ পর্যন্ত যে এনটিভি চলছে, তখন থেকেই কাজ করে যাচ্ছেন। অনেকেই হয়তো আমাদের এখান থেকে গিয়ে অন্যান্য টেলিভিশন চ্যানেলেও কাজ করছে। তাঁরাও আমাদের এনটিভি পরিবারেরই সদস্য। এখনও আমরা মনে করি আমাদের বিভিন্ন কাজে তাঁদের আমরা পাশে পাই। আমরা আশা করব, আগামী দিনগুলাতে সকল অবস্থায় আমরা সহযোগিতা পাব। বিশেষ করে বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর যাঁরা আছেন, যাঁরা সব সময়েই আপনাদের এ চ্যানেলকে মূল্যায়ন করেছেন, সহযোগিতা করেছেন; আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামী দিনগুলোতেও এনটিভির সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব।’

দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—বর্ষপূর্তির শুভক্ষণে এমনই প্রত্যাশা।