‘এই সরকারকে ভোটের নামে তামাশা করার সুযোগ দেওয়া হবে না’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘পৃথিবীর কোনো স্বৈরশাসকই গণআন্দোলন ছাড়া বিদায় নেয়নি। এই সরকারও বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনেই বিদায় নেবে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে আইন করে সেই সরকার ব্যবস্থাকে বাতিল করে দলীয় সরকারের অধীনে ভোটারবিহীন ভোটে নির্বাচিত হয়ে জগদ্দল পাথরের মতো বসে আছে ক্ষমতায়। নির্লজ্জ-বেহায়া এই সরকারকে ভোটের নামে তামাশা করার সুযোগ আর দেওয়া হবে না।’
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আজ শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। কুলিয়ারচর পৌর বিএনপির আহ্বায়ক হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। উদ্বোধক ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অপর সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেশ আলী মামুন।
কুলিয়ারচর পাইলট হাই স্কুল মাঠে সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তওবা করে, তজবিহ হাতে নিয়ে ১০ টাকা কেজি চাল আর বিনে টাকায় কৃষকদের সার দেওয়ার কথা বলে এখন ৭০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। জনগণকে দুর্ভিক্ষে ফেলে রেখে বাবার জন্মদিনে লাখ লাখ টাকা খরচ করে বিদেশি শিল্পী এনে কনসার্ট করছে। এইসবের জবাব জনতার আদালতে একদিন দিতে হবে।’
পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে নূরুল মিল্লাতকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি এবং হাজী রফিকুল ইসলামকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শাহ আলমকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।