এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেওয়া : ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্তেই বিএনপি কোনো নির্বাচনে যাচ্ছে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কাল যে নির্বাচনটা (কুমিল্লা সিটি নির্বাচন) হয়ে গেল, তা নিয়ে দ্বিতীয় বার বলতে চাচ্ছি না। আমরা এখন আর কোনো নির্বাচনে যাচ্ছি না। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার মানেই তাদেরকে বৈধতা দেওয়া।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন ফখরুল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা এপিট আর ওপিট। গণতন্ত্র না পেলে সংবাদপত্রের স্বাধীনতা কীভাবে পাব।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চরিত্রের মধ্যে মানুষের ভিন্ন মত সহ্য করার মতো কিছু নেই। তাদের ক্যামিস্ট্রি কাজ করে একদলীয় বাকশাল। যে কারণেই রাষ্ট্রের অস্ত্বিত্বের জন্য, সংবাদপত্র, বিচারবিভাগের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা রক্ষার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া বিকল্প নেই।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০-এর কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সংবাদপত্রের কালো আইনগুলো বাতিল করা হবে। এটা পরিষ্কার ঘোষণা দেওয়া আছে।’ 

বিএনপির এ নেতা বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আন্দোলনে নামতে হবে। চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের কোনো ঘাটতি নেই। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বেগম খালেদা জিয়া মুক্তি পাবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী প্রমুখ।