একই লাইনে ২ ট্রেন, অল্পের জন্য রক্ষা

Looks like you've blocked notifications!
আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো থাকলেও একই সময় চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেনার ট্রেনটি চলে আসে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই লাইনে দুটি ট্রেন চলে এলেও ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে একই লাইনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো থাকলেও চলে আসে ৬০৪ নং কন্টেইনার ট্রেনটি। এতে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। 

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে অন্তত দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো ছিল। একই সময় প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার ট্রেনটি চলে আসে।

ট্রেনের সহকারী চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়া স্টেশনে প্রবেশ করছিলেন তিনি। এ সময় সামনে ট্রেন দেখে জরুরি ব্রেক ধরে কন্টেইনার ট্রেনটিও থামিয়ে ফেলেন।

স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অমান্য করেছেন। কেন তিনি সেটা করলেন, সেটা আমি জানি না।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিফ হোসেন সিকদার জানান, সৃষ্ট সমস্যার সমাধান শেষে সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। পরে আটকেপড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।