‘একাকি জীবন’ ঘুচাতে বিয়ে করলেন সাবেক সাংসদ বাবু
৬০ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ে করলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। গতকাল রোববার দুপুরে অনুষ্ঠানিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি।
জানা গেছে, এম এ মুনিম চৌধুরী বাবুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর প্রথম স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে রয়েছেন।
এ প্রসঙ্গে সাবেক সাংসদ মুনিম চৌধুরী বাবু বলেন, ‘আমার প্রথম স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করে। দেশে আসে না। বাংলাদেশে আমি একাকি জীবন অতিবাহিত করছি। এজন্যই মূলত পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি।’
মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংসদ থাকাকালে তাঁর সঙ্গে পরিচয় হয় একই উপজেলার তানিয়া আক্তারের সঙ্গে। তিনি ওই সময় কলেজে পড়তেন।
দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর গতকাল পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান সাবেক এ সাংসদ। বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।
বিয়ের অনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।