এক মাসে মোংলায় করোনা শনাক্তের হার ৪১ শতাংশ
বাগেরহাটের মোংলায় প্রচণ্ড তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। গত এক মাসে এখানে করোনা শনাক্তের হার প্রায় ৪১ দশমিক ২৪ শতাংশে পৌঁছেছে, যা অত্যন্ত ঝুঁকি ও উদ্বেগজনক হয়ে উঠেছে।
করোনা পরীক্ষার জন্য গত ২০ এপ্রিল থেকে মোংলায় ‘র্যাপিড এন্টিজেন টেস্ট’ শুরু হয়। সেদিন থেকে গত ২০ মে পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৯৭ জন। এর মধ্যে রিপোর্ট পজিটিভ হয়েছে ৪০ জনের। করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে গত সপ্তাহে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারপরও এখানকার মানুষের মধ্যে তেমন কোনো ভীতি ও সতর্কতা নেই। মাস্ক ছাড়া হরহামেশা চলাফেরা করছে সব শ্রেণি-পেশার মানুষ। এক্ষেত্রে প্রশাসনের খুব বেশি নজরদারী না থাকায় মানুষের মাস্ক ব্যবহার কমেছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, বর্তমানে করোনা শনাক্তের হার শতকরা প্রায় ৪১ ভাগ, বিষয়টি অত্যন্ত ঝুঁকি ও বিপজ্জনক।
ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে পরীক্ষা করতে এসে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের মধ্যে বেশি অসুস্থদের হাসপাতালের করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া করোনা পজিটিভ কিন্তু শারীরিকভাবে সবল তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আমাদের কাছে মাঝেমধ্যে অভিযোগ আসছে করোনায় আক্রান্ত কেউ কেউ কোয়ারেন্টিন মানছে না। মানা না মানার এ বিষয়টি মূলত নিশ্চিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন ও পুলিশের।
করোনার প্রথম দফায় ২০২০ সালে মোংলায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন, যা ছিল জেলার অন্যান্য জায়গার তুলনায় খুবই কম। প্রথম বছরের পুরো সময় জুড়ে যে পরিমাণ (৯৩) জন আক্রান্ত হয়েছিল দ্বিতীয় বছরে এসে শুধু এক মাসেই সেই আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদিকে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত মোংলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন আট হাজার ২৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন হাজার ৭৪৩ জন।