এক মাস ৫ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী

Looks like you've blocked notifications!

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। অপরদিকে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এটি এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড। ক্রমান্বয়ে দেশের সব জেলায় ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী ভাইরাস।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত এক মাস পাঁচ  দিনে গতকাল ছিল একদিনে সবচেয়ে বেশি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তর সংখ্যা। গতকাল দেশে চারজনের মৃত্যুর পাশাপাশি ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আজ সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৯২১, আক্রান্ত ১৮ লাখ ৬২ হাজার ৬৫০ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে চার লাখ ২৮ হাজার ৬০১ জন।

এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ২২ হাজার ২১০, ইতালিতে ২০ হাজার ৭৯, স্পেনে ১৭ হাজার ৩৫৭, ফ্রান্সে ১৪ হাজার ৩৯৩, যুক্তরাজ্যে ১০ হাজার ৬১২, ইরানে চার হাজার ৪৭৪, বেলজিয়ামে তিন হাজার ৬০০, চীনে তিন হাজার ৩৪১, জার্মানিতে তিন হাজার ৪৮, নেদারল্যান্ডসে দুই হাজার ৭৩৭, ব্রাজিলে এক হাজার ২৩০, ইন্দোনেশিয়ায় ৩৭৩, ভারতে ৩৩১, দক্ষিণ কোরিয়ায় ২১৪, মিসরে ১৫৯, জাপানে ১৩৭, ইসরায়েলে ১০৪, পাকিস্তানে ৯৩, ইরাকে ৭৬, মালয়েশিয়ায় ৭৬, অস্ট্রেলিয়ায় ৬১ ও সৌদি আরবে ৫৯ জন।