এটা মুনাফার সময় না, দানের সময় : শামীম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামীম ওসমান। ছবি : এনটিভি

করোনাভাইরাস ইস্যুতে নারায়ণগঞ্জের বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে কেউ অধিক মুনাফা লাভের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ শুক্রবার দুপুরে নগরীর মাসদাইর এলাকায় সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে শামীম ওসমান এ কথা বলেন।

দোয়া মাহফিল শেষে শামীম ওসমান বলেন, ‘আমার যেটা মনে হয়, যারা এই সময়ে মুনাফার চিন্তা করবেন, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি মানুষের মধ্যে গণ্য হবেন? তাদের কী এই কথা চিন্তা করা সুযোগ নাই যে, পরকালে আমরা কী জবাব দেব? ধরেন, উনি এক টাকার জায়গায় মুনাফা করলেন এক লাখ টাকা, কালকে যদি এই কঠিন রোগ তাঁর বা তাঁর পরিবারের কারো হয় তাহলে এই মুনাফা কী কাজে লাগবে? আমি অনুরোধ করবো, এটা মুনাফার সময় না, দানের সময়।’

করোনার সুযোগে যারা বাজারে অধিক মুনাফা করছেন তাদের ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হিসেবে সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব, আপনারা এ ব্যাপারে আমাদের রিপোর্ট দিবেন। দরকার হলে আমরা দলমত নির্বিশেষে সেইসব মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

সংসদ সদস্য আরো বলেন, ‘জনগণকে বলব, প্যানিক হওয়ার কোনো কারণ নাই্। বাজারে গিয়ে যদি আমরা শুধু জিনিস কেনা শুরু করি তাহলে ওরা (ব্যবসায়ীরা) এ সুযোগ নিবে। বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী, খাদ্যের মজুদ আছে, অর্থের মজুদ আছে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখেন তাহলে এই করোনাভাইরাসে একটি মানুষও না খেয়ে তো মরবে না, বিনা ওষুধেও মরবে না। সে ব্যবস্থা সরকার করছে।’

করোনাভাইরাস সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কেউ বলে এটা আজাব, কেউ বলে এটা পরীক্ষা। যারা ঈমানদার তাদের কাছে এটা পরীক্ষা। এখানে আসল কথা হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা পাঁচ ওয়াক্ত ওজু করি, এই ওজুটাকে যদি আমরা বাড়িয়ে দেই। আমরা সবসময় ওজু করব তার সঙ্গে সাবান যোগ করব।’

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো অর্থনৈতিক সংকট আসবে এবং সেটা আসবেই। সারা বিশ্বজুড়েই এসে গেছে অলরেডি। সেখানে আল্লাহ যাদের অবস্থাপন্ন করেছেন এখনি তাদের পরীক্ষা দেওয়ার সময়। যারা খারাপ আছেন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। কারণ পৃথিবীতে একটাই সত্য আছে- নার্থিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। একটাই পার্মানেন্ট সেটা হচ্ছে কবর। আমরা এখন একটা জিনিস করব সেটা আল্লাহর কাছে মাফ চাওয়া। আর যারা সামর্থবান আছি তাদের উচিত সবার পাশে দাঁড়ানো।’ 

এর আগে সংসদ সদস্য শামীম ওসমান মাসদাইর কবরস্থানে তাঁর বাবা, মা ও দাদার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।