এডিস মশা যেন ভোট খেয়ে না ফেলে : প্রধানমন্ত্রী
এডিস মশা যেন ভোট খেয়ে না ফেলে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে নবনির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নগরীর উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নবনির্বাচিত দুই মেয়রকে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে নবনির্বাচিত দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে শপথ পাঠ করান তিনি। আর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী নতুন মেয়রদের তাঁদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের বিষয়ে সিটি করপোরেশনগুলোকে আরো তৎপর হওয়ার তাগিদ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসছে আরেকটা সমস্যা। এটা এর আগেও ছিল, যেমন ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে সবাইকে। সেদিকেও আপনাদের দৃষ্টি দিতে হবে। নইলে মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে, সেটা নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। ক্ষুদ্র মশা হলেও অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে একটু নজর দেবেন, যেন সঠিকভাবে এটা প্রয়োগ হয়।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ বৃহস্পতিবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন আতিকুল ও তাপস। পরে দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ।
তবে শপথ নিলেও এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না নবনির্বাচিত দুই মেয়র। কারণ, দুই সিটির মধ্যে বর্তমান মেয়রদের পাঁচ বছরের মেয়াদ এখনো শেষ হয়নি। ডিএনসিসির বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে ১৩ মে এবং ডিএসসিসি মেয়রের মেয়াদ শেষ হবে ১৭ মে।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ী হন।
মেয়র পদ ছাড়াও ডিএসসিসিতে ১০০টি কাউন্সিলর পদের মধ্যে ৭৫টি ওয়ার্ড থেকে ৭৫ জন সাধারণ কাউন্সিলর এবং ২৫ জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন। আবার ডিএনসিসির ৭২টি কাউন্সিলর পদের মধ্যে ৫৪টি ওয়ার্ড থেকে ৫৪ জন সাধারণ কাউন্সিলর এবং ১৮ জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন।