এতিম শিশু ও তৃতীয় লিঙ্গের ২০০ জন পেলেন কম্বল
গোপালগঞ্জে এতিম শিশু ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব এরোমা ঢাকা। আজ শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ লাইনে এতিম শিশু ও তৃতীয় লিঙ্গের জনগেষ্ঠির হাতে কম্বল তুলে দেন ডিএমপির উপপুলিশ কমিশনার ও আয়োজক সংগঠন এরোমার সভাপতি আসমা সিদ্দিকা মিলি।
এ সময় বিশেষ পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন, রেলওয়ে পুলিশ সুপার নিগার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, রোটারি ক্লাবের সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান মিয়া, প্রকৌশলী মামুন মিয়া, নুর উদ্দিন পাটোয়ারী, সৈয়দ সেলিম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা বলেন, রোটারী ক্লাব অব এরোমা ঢাকার উদ্যোগে ২০০ এতিম ও তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। এতে জেলা পুলিশ সহযোগিতা করেছে।