এনআরসির কারণে কাউকে পুশব্যাক করবে না ভারত : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আজ রোববার বিকেলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয়, এর কারণে বাংলাদেশে কোনো বাঙালিকে তারা পুশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘পুশব্যাক সম্পর্কে মাঝে মাঝে যে তথ্য বের হয় পরে শোনা যায় এগুলো সত্য না।’

এ সময় এক সাংবাদিক মহেশখালী সীমান্তে পুশব্যাকের তথ্য তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সে রকম বলা হয়েছে। যেটা আমরা শুনেছি কিছু কিছু ফরিয়া আছে, তারা কিছু লোককে বলে, বাংলাদেশে গেলে বিনা পয়সায় খাওয়ায়। এভাবে অনেককে প্রবঞ্চনা করে আনে। তবে যখনি আসে আমরা কাউকে ঢুকতে দেই না। ভারত সরকার মিয়ানমার ও আমাদের অঙ্গীকার করেছে যে, এনআরসি আমাদের কোনো ইফেক্ট করবে না। আর আমরা তাদের বিশ্বাস করি।’

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।