এনটিভির জন্মদিন উপলক্ষে কুলিয়ারচরে খাবার ও মাস্ক বিতরণ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় করোনায় কর্মহীন দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং রাস্তার পাশে ফলদ-বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এনটিভির ১৯ বছর পদার্পণ উদযাপিত হয়েছে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় করোনায় কর্মহীন দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং রাস্তার পাশে ফলদ-বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এনটিভির ১৯ বছর পদার্পণ উদযাপিত হয়েছে। কাতারস্থ এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি তুহিনুল হকের উদ্যোগে ওইসব কর্মসূচি পালিত হয়।

দিবসটি উদযাপনে আজ বৃহস্পতিবার দুপুরে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট ও মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি মো. তুহিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম. সাজ্জাদ হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় করোনায় কর্মহীন দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং রাস্তার পাশে ফলদ-বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এনটিভির ১৯ বছর পদার্পণ উদযাপিত হয়েছে। ছবি : এনটিভি

অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদুল আমিন শেখ, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, সালুয়া ইউপির চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান, সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু ও এক লিটার করে সয়াবিন তেল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, আপনারা সবাই ঘরে থাকবেন। যথাযথ ও অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। মহামারি করোনার দ্রুত বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে চলবেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় করোনায় কর্মহীন দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং রাস্তার পাশে ফলদ-বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এনটিভির ১৯ বছর পদার্পণ উদযাপিত হয়েছে। ছবি : এনটিভি

এনটিভি প্রসঙ্গে বলতে গিয়ে ইউএনও বলেন, মানুষের এই চরম দুঃসময়ে দেশের জনপ্রিয় এই টিভি চ্যানেলটি দেশব্যাপী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। তিনি হতদরিদ্রদের খাদ্য সংকট নিরসনে খাদ্য এবং স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ ও গাছের চারা রোপণের মতো মহতি কর্মসূচি গ্রহণ করায় কাতারস্থ এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি মো. তুহিনুল হককে ধন্যবাদ জানান।

পরে কুলিয়ারচর থেকে বাজিতপুরের ভাগলপুর যাওয়ার রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন তুহিনুল হকসহ অন্য অতিথিরা।