এনটিভির সাংবাদিক আতিকের বাবার দাফন সম্পন্ন
এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিকের বাবা নাট্যকার ও অভিনেতা এস এম আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাফকো গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত কবরস্থানে আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ দাফন করা হয়।
জানাজায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তি ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন আজিজুর রহমান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
সাংবাদিক এস এম আতিক তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা একজন সজ্জন সদালাপী হাসিখুশি মানুষ ছিলেন। তারপরও যদি কোনো কারণে কোনো সময় তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তবে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আপনারা মনে কোনো কষ্ট, দুঃখ রাখবেন না। তাঁকে মাফ করে দেবেন। আপনারা তাঁর সুস্থতায় যেভাবে দোয়া করেছেন; তাঁর আখিরাতের মুক্তির জন্যও দোয়া করবেন।’