এনটিভি সব সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে : জি এম কাদের
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে তরুণপ্রাণ প্রতিষ্ঠানটি।
১৯ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, রোববার এনটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এনটিভি প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়ে খুব সুন্দর একটি টেলিভিশন চ্যানেল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সে জনপ্রিয়তাটা তারা এখনও ধরে রাখছে। আমি তাদের এই উদ্যোগের প্রশংসা করি।’
জি এম কাদের আরও বলেন, ‘আমরা দেখেছি এনটিভি সব সময়, যে কোনও সরকারের আমলে অত্যন্ত তথ্যনির্ভর এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে। তাদের টকশো কিংবা রাজনৈতিক আলোচনাসমূহ যথেষ্ট হৃদয়গ্রাহী হয়। বিনোদনমূলক অনুষ্ঠানগুলো উপভোগ্য হয়। আমি আশা করব, আগামীতে তাদের যে সুন্দর একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, তাদের যে সুনাম, সেটি তারা ধরে রাখবে এবং উত্তরোত্তর আরও উন্নতির পথে এগিয়ে যাবে।’
দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—বর্ষপূর্তির শুভক্ষণে এমনই প্রত্যাশা।