এবার জীবনের নিরাপত্তা চেয়ে মামলার আর্জি এ বি সিদ্দিকীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করার পর এবার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মামলার আবেদন করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ বি সিদ্দিকী মামলাটির আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলা আমলে নিবেন কি না, এ বিষয়ে আগামী ৫ জানুয়ারি আদেশ দিবেন বলে জানিয়েছেন।
শুনানির সময় আদালতে এ বি সিদ্দীকি বলেন, ‘আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। এই মুহূর্ত থেকে বাঁচতে হলে সরকারিভাবে নিরাপত্তার বিশেষ প্রয়োজন। আমি সরকারের কাছে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। এ ব্যাপারে আদালতের সহযোগিতা কামনা করছি।’
এ বি সিদ্দিকী পরে সাংবাদিকদের বলেন, ‘জীবনের নিরাপত্তার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আমাকে হত্যাচেষ্টার অভিযোগও মামলার আবেদনে আনা হয়েছে।’
এতে তারেক রহমান ছাড়া অন্য যাদের নাম আসামি হিসেবে রাখা হয়েছে, তাঁরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা শাহ আলী বাগদাদী, কামিল মাদ্রাসার বহিষ্কৃত উপাধ্যক্ষ মো. আফজাল হোসেন, অধ্যাপক মো. মুজিবুর রহমান, অধ্যাপক মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালিম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।
মামলার আর্জি থেকে জানা যায়, ২০১৯ সালের ১০ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামিক স্টেট (আইএস) দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন এ বি সিদ্দিকী। সেই মামলা তুলে নেওয়ার জন্য গত বছরের ২৭ ডিসেম্বর আসামিরা বাদী এ বি সিদ্দিকীকে হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়।