এবার বরখাস্ত ডিএসসিসির অফিস সহকারী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/03/dscc-logo.jpg)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অফিস সহকারী মো. ইশহাককে অসদাচরণ ও আত্মসাতের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ওএসডি করা হয়েছে।
দক্ষিন সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ‘এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’
অফিস সহকারী মো. ইশহাকের বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, মো. ইশহাকের—অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সম্পত্তি বিভাগ)— বিরুদ্ধে ডিএসিসসি কর্মচারী চাকুরী বিধিমালা ২০১৯-এর বিধি ৪৯(খ)ও (চ) মতে যথাক্রমে অসদাচরণ ও আত্মসাৎ এবং তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা রজুসহ সাময়িক বরখাস্ত করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে মোতাবেক একই বিধি মালায় বিধি ৫৫(১) মতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হলো।’
ইশরাকের বরখাস্তের নোটিশ জারি হয়েছে জানিয়ে ডিএসসিসির সহকারী সচিব কামাল হোসেন আজ সোমবার এনটিভি অনলাইনকে জানান, ‘আজ সকালে ইশহাকের বরখাস্তের অফিস আদেশ জারি হয়েছে।’
উত্তম কুমার রায়ের ওএসডির বিষয়ে জানতে চাইলে সহকারী সচিব মোহাম্মদ আরশাদ এনটিভি অনলাইকে বলেন, ‘(গত) ১৮ জুন সচিব মহোদয়ের স্বাক্ষরে জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে দপ্তর থেকে সরিয়ে সচিব মহোদয়ের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে এ অফিস আদেশ জারি হয়েছে।’
অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে সচিবের দপ্তরে সংযুক্ত করা হলো।’
এর আগে গত মাসে মেয়রের দায়িত্ব নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে বরখাস্ত করেন শেখ ফজলে নূর তাপস। তাঁরা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।
দায়িত্বগ্রহণের পরদিন গত ১৮ মে সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নগর ভবনে এসে তাপস বলেছিলেন, ডিএসসিসিকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। এরপরই দুজনকে বরখাস্তের আদেশ আসে মেয়রের স্বাক্ষরে।
এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩-এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকেও ডিএসসিসির কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হয়েছে।
এ ছাড়া সরকারের সম্পদ নষ্টের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে করপোরেশনের মশক শ্রমিক রাজন দাসকে। রাজন দাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ছিলেন।
রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া মশক নিধন কার্যক্রম সুপারভাইজিংয়ে দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২-এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়।