এমপি-মন্ত্রীদের দুর্নীতির গন্ধে বাতাস দূষিত হয়ে গেছে : শিরিন সুলতানা

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শিরিন সুলতানা। ছবি : এনটিভি

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ব্যাংকগুলোর টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সরকারের এমপি, মন্ত্রীদের দুর্নীতির গন্ধে দেশের বাতাস দূষিত হয়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আজ শনিবার (১১ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শিরিন সুলতানা এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতি আরও বক্তব্য দেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্যরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে শিরিন সুলতানা বলেন, ‘ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হয়, তাঁকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নয়, বিএনপি বিষয়ক কোনো পদে রাখা হয়েছে, বিএনপির সমালোচনা করার জন্য।’

‘বিএনপির কোমরে জোর নেই’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘তাহলে বিএনপিকে সরকার এত ভয় পায় কেন? সাহস থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন।’